সিন্ধু কাওয়ালি
দুঃখ ক্লেশ শোক পাপতাপ শত
শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও।
কান্ডারি হে আমার পার করো করো পার,
উত্তাল তরঙ্গ অশান্তি পারাবার,
অভাব দৈন্য শত হৃদি-ব্যথা-ক্ষত,
যাতনা সহিব কত প্রভু, কোলে তুলে নাও॥
হে দীনবন্ধু করুণাসিন্ধু,
অম্বরব্যাপী ঝরে তব কৃপা-বিন্দু,
মরুর মতন চেয়ে আছি নব ঘনশ্যাম –
আকুল তৃষ্ণা লয়ে, প্রভু, পিপাসা মিটাও॥
Leave a Reply