পাহাড়ি মিশ্র কাহারবা
হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে।
ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥
বহিল বৈশাখী ঝড়, ঝরিয়া গেল বনফুল,
বিঁধিছে কন্টক স্মৃতির, উড়িয়া গেল গো বুলবুল॥
যেন কার ব্যথিত নিশাস শ্বসিয়া ফিরিছে হেথা,
দলিত রাঙা গোলাপে জাগিছে তাহারই ব্যথা।
মুরছায় দশ দিশি যেন ব্যথা-ভারে॥
ছিল যথায় রাঙা ফুল-মেলা,
আজি পাতা-ঝরার সেথা খেলা।
অবেলায় বাজে বিদায়-বাঁশি বন-পারে॥
Leave a Reply