পিলু – কাহারবা
ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু,
যেতে দাও।
বনমালী, এমনি করে মন ভোলাও॥
একা পথে দুপুরবেলা
নিরদয়, এ কী খেলা।
তুমি এমনি করে মায়াজাল বিছাও।
পথে দিয়ে বাধা
এ কী প্রেম সাধা,
আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও॥
নিখিল নর-নারী
তোমার প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যামরাও॥
Leave a Reply