গারা খাম্বাজ দাদরা
উচাটন মন ঘরে রয় না পিয়া মোর।
ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর॥
ত্যজিয়া লোক-লাজ
সুখ-সাধ গৃহ-কাজ –
নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর॥
লইয়া স্মৃতির লেখা
কত আর কাঁদি একা,
ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply