খাম্বাজ খেমটা
বেলা পড়ে এল জলকে সই চল চল।
ডাকিছে ওই তটিনী ছলছল॥
বকের সারিকার মালা দুলিয়ে,
আসিছে সাঁঝ ওই চিকুর এলিয়ে,
আকাশের কোলে শিশু-শশীরে ওই
দেখিতে আসিছে তারকা দলে দলে॥
কমলিনীর মলিন মুখ
হাসে জলে শাপলা শালুক,
বনের পথ হল আঁধার
জোনাকি ওই চমকে ঝলমল॥
Leave a Reply