আশাবরি দাদরা
তোমার ফুলের মতন মন।
ফুলের মতো সইতে নারে
একটু অযতন॥
ভুল করে এই কঠিন ধরায়
তুমি কেন আসিলে হায়,
একটি রাতের তরে হেথায়
ফুলের জীবন॥
গাঁথবে মালা পরবে গলায়
অর্ঘ্য দেবে দেবতা-পায়,
ফেলে দেবে পথের ধূলায়
মিটলে প্রয়োজন॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply