ধবলশ্রী – মধ্যমান নাইয়া, করো পার! কূল নাহি, নদীজল সাঁতার॥ দু-কূল ছাপিয়া জোয়ার আসে, নামিছে আঁধার, মরি তরাসে দাও দাও কূল কুলবধূ ভাসে নীর পাথার। নাইয়া, করো পার॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমারপরবর্তী:নাইয়া ধীরে চালাও তরণি »
Leave a Reply