পাহাড়ি মিশ্র – কাহারবা মোর ধেয়ানে মোর স্বপনে পরান-প্রিয়, দিয়ো হে দেখা। মোর শয়নে মোর নয়নে লিখিয়া যেয়ো সলিল-লেখা॥ পথ চলিতে আসিলে ভুলে নিয়ো না তুলে তব দেউলে, হবে না পূজা এ বনফুলে দেবতা মম, ঝরিব একা॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« মোর ঘুমঘোরে এলে মনোহরপরবর্তী:মোর না মিটিতে আশা ভাঙিল খেলা »
Leave a Reply