ছায়ানট – দাদরা
বনে বনে দোলা লাগে।
মনে মনে দোলা লাগে।
দখিনা-সমীর জাগে॥
এ কী এ বেদনা লয়ে
ফুটিল ফুল হৃদয়ে,
গোপনে মধুর ভয়ে
না-জানা পরশ মাগে॥
অশোক রঙিন ফুটে
কিশোর হৃদয় পুটে,
কপোল রাঙিয়া উঠে
অতনুর অনুরাগে॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply