পরজ – একতালা
পরজনমে দেখা হবে প্রিয়।
ভুলিয়ো মোরে হেথা ভুলিয়ো॥
এ জনমে যাহা বলা হল না,
আমি বলিব না, তুমিও বোলো না।
জানাইলে প্রেম করিয়ো ছলনা,
যদি আসি ফিরে, বেদনা দিয়ো॥
হেথায় নিমেষে স্বপন ফুরায়,
রাতের কুসুম প্রাতে ঝরে যায়,
ভালো না বাসিতে হৃদয় শুকায়,
বিষ জ্বালা-ভরা হেথা অমিয়॥
হেথা হিয়া ওঠে বিরহে আকুলি,
মিলনে হারাই দু-দিনেতে ভুলি,
হৃদয় যথায় প্রেম না শুকায়,
সেই অমরায় মোরে স্মরিয়ো॥
Leave a Reply