কালাংড়া – কাহারবা-দাদরা কে এল। ডাকে চোখ গেল, ডাকে চোখ গেল, ডাকে চোখ গেল॥ ওলো ও ডাকে কী ও ঘুমের সতিনি ও, ও যে চোখের বালি। ঘুম ভাঙায় খালি। সখী আঁখি মেলো॥ মেলোআঁখি মেলো॥ Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« কুহু কুহু কুহু বলে মহুয়া-বনেপরবর্তী:কে এলে মোর চির-চেনা »
Leave a Reply