জৌনপুরি – দাদরা
ফুলকিশোরী! জাগো জাগো, নিশি ভোর।
দুয়ারে দখিন-হাওয়া
খোলো খোলো পল্লব-দোর॥
জাগাইয়া ধীরে ধীরে
যৌবন তনু-তীরে
যাব চলি উদাসী কিশোর॥
চিনি গো দেবতা চিনি
ও নূপুর-রিনিঝিনি,
ভেঙো না ভেঙো না ঘুম-ঘোর।
মধুমাসে আসো তুমি ফুলবাস-চোর।
প্রভাতে ফুটায়ে আঁখি
নিশীথে বহাবে আঁখি-লোর॥
Leave a Reply