ভৈরবী-আশাবরী — কাহারবা
কে বিদেশি মন-উদাসী বাঁশির বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল্-বদনে॥ ঝিমিয়ে আসে ভোমরা-পাখা, যূথীর চোখে আবেশ মাখা, কাতর ঘুমে চাঁদিমা রাকা (ভোর গগনের দর-দালানে) দর-দালানে ভোর গগনে॥ লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক-ব্যথায়, মালিকা সম বঁধুরে জড়ায় বালিকা-বধূ সুখ-স্বপনে॥ সহসা জাগি আধেক রাতে শুনি সে বাঁশি বাজে হিয়াতে, বাহু-শিথানে কেন কে জানে কাঁদে গো পিয়া বাঁশির সনে॥ বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বনশিওয়ালা তোরই উতলা বিরহী মনে॥
Leave a Reply