আমার হৃদয় হবে রাঙাজবা, দেহ বিল্বদল।
মুক্তি পাব ছুঁয়ে মুক্তকেশীর চরণতল॥
মোর বলির পশু হবে সর্বকাম,
মোর পূজার মন্ত্র হবে মায়ের নাম,
মোর অশ্রু দেব মা-র চরণে, সেই তো গঙ্গাজল॥
মোর আনন্দ মাকে দেব তাই হবে চন্দন,
মোর পুষ্পাঞ্জলি হবে আমার প্রাণ মন।
মোর জীবন হবে আরতি-দীপ,
মোর গুরু হবেন শংকর শিব,
মোর কাঁটার জ্বালা পদ্ম হবে শুভ্র সুনির্মল॥
পূর্ববর্তী:
« আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি
« আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি
পরবর্তী:
আমার-দেওয়া ব্যথা ভোলো »
আমার-দেওয়া ব্যথা ভোলো »
Leave a Reply