মা গো তোরই পায়ের নূপুর বাজে
এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥
জীবের ভাষায় পাখির মধুর গানে
সাগর-রোলে নদীর কলতানে
সমীরণের মরমরে শুনি সকল সাঁঝে।
মা গো তোরই পায়ের নূপুর বাজে॥
আমার প্রতি নিশ্বাসে মা রক্তধারার মাঝে
প্রাণের অনুরণনে তোর চরণধ্বনি বাজে।
গভীর প্রণব ওংকারে তোর কালী
(মা গো মহাকালী)
তাথই নাচের শুনি করতালি
সেই নৃত্যলীলার স্তবগাথা গান
চরণতলে নটরাজে॥
পূর্ববর্তী:
« মা গো তোমার অসীম মাধুরী
« মা গো তোমার অসীম মাধুরী
পরবর্তী:
মা গো, আজও বেঁচে আছি তোরই প্রসাদ পেয়ে »
মা গো, আজও বেঁচে আছি তোরই প্রসাদ পেয়ে »
Leave a Reply