মা তোর চরণ-কমল ঘিরে
চিত্ত-ভ্রমর বেড়ায় ঘুরে।
(ও মা) সাধ মেটে না দেখে দেখে(যত)
দেখি, তত নয়ন ঝুরে॥
(ওই) চরণচিহ্ন বক্ষে এঁকে
চরণ-পরাগ-ধূলি মেখে
গ্রহ-তারায় লোকে লোকে
(তোর) নাম গেয়ে যাই সুরে সুরে॥
তোর চরণের ধূলি নিয়ে ললাটে মোর তিলক আঁকি
ওই চরণের পানে চেয়ে ধ্রুবতারা হল আঁখি।
তোর চরণের মধু যদি
(মা)পাই এমনই নিরবধি,
লক্ষ কোটি জনম নিয়ে
বেড়াব ত্রিভুবন জুড়ে॥
পূর্ববর্তী:
« মা গো, আমি মন্দমতি তবু যে সন্তান তোরই
« মা গো, আমি মন্দমতি তবু যে সন্তান তোরই
পরবর্তী:
মা ব্রহ্মময়ী জননী মোর »
মা ব্রহ্মময়ী জননী মোর »
Leave a Reply