(আমার) কালো মেয়ে পালিয়ে বেড়ায়
কে দেবে তায় ধরে।
(তারে) যেই ধরেছি মনে করি
অমনি সে যায় সরে॥
বনের ফাঁকে দেখা দিয়ে
চঞ্চলা মোর যায় পালিয়ে,
(দেখি) ফুল হয়ে মা-র নূপুরগুলি
পথে আছে ঝরে।
তার কন্ঠহারের মুক্তাগুলি আকাশ-আঙিনাতে
তারা হয়ে ছড়িয়ে আছে, দেখি আধেক রাতে।
আমি কেঁদে বেড়াই, কাঁদলে যদি
আসে দয়া করে॥
পূর্ববর্তী:
« আমার কথা লুকিয়ে থাকে
« আমার কথা লুকিয়ে থাকে
পরবর্তী:
আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি »
আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি »
Leave a Reply