কোথায় গেলি মা গো আমার
খেলনা দিয়ে ভুলিয়ে রেখে।
ক্লান্ত আমি খেলে খেলে
এ সংসারের ধূলি মেখে॥
বলেছিলি সন্ধ্যা হলে
ধূলি মুছে নিবি কোলে,
ছেলেরে তুই গেলি ছলে–
(এখন) পাই না সাড়া মাকে ডেকে॥
একি খেলার পুতুল মাগো
দিয়েছিলি মন ভুলাতে,
আধেক তাহার হারিয়ে গেছে
আধেক ভেঙে আছে হাতে।
এ পুতুলও লাগছে মা ভার,
তোর পুতুল তুই নে মা এবার
(এখন) দিন ফুরাল, নামল আঁধার,
ঘুম পাড়া তুই আঁচল ঢেকে॥
পূর্ববর্তী:
« কোথা চাঁদ আমার
« কোথা চাঁদ আমার
পরবর্তী:
কোথায় তখ্ত তাউস, কোথায় সে বাদশাহি »
কোথায় তখ্ত তাউস, কোথায় সে বাদশাহি »
Leave a Reply