করুণা তোর জানি মাগো
আসবে শুভদিন
হোক না আমার চরম ক্ষতি
থাক না অভাব ঋণ॥
আমায় ব্যথা দেওয়ার ছলে
টানিস মা তোর অভয় কোলে,
সন্তানে মা দুঃখ দিয়ে
রয় কি উদাসীন॥
তোর কঠোরতার চেয়ে দয়া বেশি জানি বলে
ভয় যত মা দেখাস তত লুকাই তোরই কোলে।
সন্তানে ক্লেশ দিস যে এমন
হয়তো মা তার আছে কারণ,
তুই কাঁদাস বলে বলব কি মা
হলাম মাতৃহীন॥
পূর্ববর্তী:
« করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব
« করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব
পরবর্তী:
কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান »
কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান »
Leave a Reply