তুই পাষাণগিরির মেয়ে হলি পাষাণ ভালো বাসিস বলে। মা গলবে কি তোর পাষাণ-হৃদয় তপ্ত আমার নয়নজলে॥ তুই বইয়ে নদী পিতার চোখে লুকিয়ে বেড়াস লোকে লোকে; মহেশ্বরও পায় না তোকে পড়ে মা তোর চরণতলে॥ কোটি ভক্ত যোগী ঋষি ঠাঁই পেল না তোর চরণে। তাই ব্যথায় রাঙা তাদের হৃদয়, জবা হয়ে ফোটে বনে। আমি শুনেছি মা ভক্তিভরে মা বলে যে ডাকে তোরে, (তুই) অমনি গলে অশ্রুলোরে ঠাঁই দিস তোর অভয় কোলে॥
পূর্ববর্তী:
« তিমির-বিদারী অলখ-বিহারী
« তিমির-বিদারী অলখ-বিহারী
পরবর্তী:
তুই কালি মেখে জ্যোতি ঢেকে »
তুই কালি মেখে জ্যোতি ঢেকে »
Leave a Reply