আমার হৃদয় অধিক রাঙা মাগো রাঙা জবার চেয়ে। আমিসেই জবাতে ভবানী তোর চরণ দিলাম ছেয়ে॥ মোর বেদনার বেদির পরে বিগ্রহ তোর রাখব ধরে, পাষাণ-দেউল সাজে না তোর আদরিণী মেয়ে॥ স্নেহ-পূজার ভোগ দেব মা, অশ্রু-পূজাঞ্জলি, অনুরাগের থালায় দেব ভক্তি-কুসুমকলি। অনিমেষ আঁখির বাতি রাখব জ্বেলে দিবারাতি, (তোর) রূপ হবে মা আরও শ্যামা অশ্রুজলে নেয়ে। (আমার) অশ্রুজলে নেয়ে॥
পূর্ববর্তী:
« আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে
« আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে
Leave a Reply