মা হবি না মেয়ে হবি দে মা উমা বলে। তুই আমারে কোল দিবি না আমিই নেব কোলে॥ মা হয়ে তুই মাগো আমার নিবি কি মোর সংসার-ভার, দিন ফুরালে আসব ছুটে মা তোর চরণতলে। (তুই) মুছিয়ে দিবি দুঃখ-জ্বালা তোর স্নেহ-অঞ্চলে॥ এক হাতে মোর পূজার থালা ভক্তি-শতদল, আর এক হাতে ক্ষীর নবনী, কী নিবি তুই বল। মেয়ে হয়ে মুক্তকেশে খেলবি ঘরে হেসে হেসে, ডাকলে মা তুই ছুটে এসে জড়াবি মোর গলে। (তোরে) বক্ষে ধরে শিবলোকে যাব আমি চলে।
পূর্ববর্তী:
« মা ষষ্ঠী গো তোর গুষ্টির পায়ে পড়ি
« মা ষষ্ঠী গো তোর গুষ্টির পায়ে পড়ি
পরবর্তী:
মাকে ভাসায়ে জলে কেমনে রহিবে ঘরে »
মাকে ভাসায়ে জলে কেমনে রহিবে ঘরে »
Leave a Reply