মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥ (সে মিষ্টি যত দুষ্টু তত এই কালো মেয়ে গিরিঝরনা-সম এল ধেয়ে এই পার্বতী মেয়ে করুণা-অমৃতধারায় ভুবন ছেয়ে রে এল এই কালো মেয়ে॥) মোর নন্দিনী এই আনন্দিনী আমি সেই গরবে গরবিনি। তার আর কী চাওয়ার আছে গো যার অন্তরে মা আনন্দিনী তার আর কী পাওয়ার আছে গো। এই মা যে আমার হৃদয়-গগন আলোর মতো আছে ছেয়ে॥ মাকে তবু চোখে চোখে রাখি যদি কভু দেয় সে ফাঁকি (আমি ভয়ে ভয়ে থাকি গো এই মায়াময়ী মেয়ে নিয়ে ভয়ে ভয়ে থাকি গো আমি বহু সাধ্য-সাধনাতে পেয়েছি এই মাকে রে আমি কোটি জন্মের তপস্যাতে পেয়েছি এই মাকে রে।) আমিকাঙালিনি, কোথায় রাখি এই স্বর্গের রত্ন পেয়ে॥
পূর্ববর্তী:
« মায়ের অসীম রূপ-সিন্ধুতে রে
« মায়ের অসীম রূপ-সিন্ধুতে রে
পরবর্তী:
মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় »
মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায় »
Leave a Reply