মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥ (ও মা) চারধারে মোর দুখের পাথার, (তুই) পরখ কত করবি মা আর, (আমি) জানি তবু হব মা পার চরণ-তরি ধরে (তোরই) চরণ-তরি ধরে॥ (আমি) ছাড়ব না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে, (আমার) দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে। আমায় দুঃখ দেওয়ার ছলে (তুই) স্মরণ করিস পলেপলে, আমি সেই আনন্দে দুঃখের অসীম সাগর যাব তরে॥
পূর্ববর্তী:
« মোমের পুতুল মমির দেশের মেয়ে
« মোমের পুতুল মমির দেশের মেয়ে
পরবর্তী:
মোর গানের কথা যেন আলোকলতা »
মোর গানের কথা যেন আলোকলতা »
Leave a Reply