৪২
গৌড় সারং–কাওয়ালি
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া আঙিনায় ফুল-গাছে প্রজাপতি নাচে ফেরে মুখের কাছে আদর যাচিয়া॥ দুলে দুলে বনলতা কহিতে চাহে কথা বাজে তারই আকুলতা কানন ছাপিয়া। শ্যামলী কিশোরী মেয়ে থাকে দূর নভে চেয়ে কালো মেঘ আসে ধেয়ে গগন ব্যাপিয়া॥
Leave a Reply