৮
ঠুমরি–তেতালা
মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে
মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে ডাকে গো মোরে কোন বিরহী। সে মানা মানে না, সখী সে কি জানে না আমি ভবনের বধূ, বন-বালিকা নহি॥ বন-কেতকী বলে, তারে চাতকী জানে তাই কাঁদিয়া মরে চেয়ে মেঘের পানে। বলে যমুনার জল,ওর ডাক সে যে ছল তাই রোদনের স্রোত হয়ে অকূলে বহি॥
Leave a Reply