৭
প্রতাপ বরালি–আদ্ধা কাওয়ালি
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর বাজিল ঘুমের সাথে সজল মধুর॥ দেয়া গরজে বিজলি চমকে, জাগাইল কে মোর ঘুমন্ত প্রিয়তমকে। আধো ঘুম ঘোরে চিনিতে নারি ওরে ‘কে এল’ ‘কে এল’ বলে ডাকিছে ময়ূর॥ দ্বার খুলি পড়শি কৃষ্ণা মেয়ে আছে চেয়ে মেঘের পানে আছে চেয়ে। কারে দেখি আমি কারে দেখি মেঘলা আকাশ না ওই মেঘলা মেয়ে। ধায় নদীজল মহাসাগর পানে বাহিরে ঝড় কেন আমায় টানে, জমাট হয়ে আছে বুকের কাছে নিশীথ আকাশ যেন মেঘ ভারাতুর॥
Leave a Reply