৪
আরক্ত কিংশুক কাঁপে। মালতীর বক্ষ ভরি
আরক্ত কিংশুক কাঁপে। মালতীর বক্ষ ভরি চন্দ্রের অমৃত-স্পর্শে উঠিতেছে শিহরি শিহরি॥ নীরব কোকিলের গুঞ্জন চৈত্র পূর্ণিমা রাত্রি, বাড়িয়াছে বক্ষের স্পন্দন। মোদের নাচের নূপুরের ছন্দ কভু চপল কভু মৃদু-মন্দ, বসন্ত-উৎসব-সজ্জা অন্তরাল হতে মৃদু ভাষে সুন্দর গুঞ্জন-ধ্বনি কেন ভেসে আসে। মমতার মধু-বিন্দু, ক্ষরিল মোরা মধু খেয়ে বলিলাম–আহা মরি॥ ধরণির অঙ্গ হতে বাসরের সজ্জা পড়ে খুলি গভীর আনন্দে মোরা চাহি দুটি আঁখি তুলি। চৈত্রের পূর্ণিমা রাত্রি এল ফিরি প্রিয়, তুমি কেন চলে গেলে ধীরি ধীরি। তুমি ফিরে এলে মোরা লভিলাম অমৃতের স্বাদ চন্দ্রের অমিয়া পান করি॥
Leave a Reply