৫
লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে
লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে তব রূপ হায় রূপায়িত হল শুধু হেরেমের আরশিতে॥ অমৃত অশ্রুনিশা – পিঞ্জরে চিরবন্দিনী চিরযোগিনী – জেবুন্নিসা, তোমার দিওয়ানে, ওগো শাহজাদি কবি আঁকিলে যে তব বিরহ-বিষাদ ছবি, লাজ পায় হায় তাজমহল তাহারই করুণ সংগীতে॥ কোন সে তরুণ কবি তোমারে তোমার কবিতা রচে যে সুন্দর দেখেছিল গোলাপ ফুলের পাপড়িতে তব ছবি প্রেম চন্দনে এঁকেছিল প্রিয়ার আদেশে আগুনের দাহ সহি পুড়িল প্রেমিক একটি কথা না কহি সেই মৌন প্রেমের মহিমা আজিও জাগে ঝরা গোলাপের সুরভিতে॥
Leave a Reply