৪
আনার কলি! আনার কলি!
আনার কলি! আনার কলি! স্বপ্নে দেখে কোন ডালিমকুমারে এসেছিলে রেবা ঝিলমের পারে দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি॥ মরুর মণিকা বাদশাহি নওরোজে এসেছিল কোন হারানো হিয়ার খোঁজে তব রূপ হেরি হেরেমের দীপমালা উঠেছিল চঞ্চলি॥ পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি আনার কলি গো সেলিমের অনুরাগে মোমের প্রদীপ পড়িলে ঢলি গো মিলায়েছে মাটিতে মোগলের মসনদ আনার কলি॥ তুমি আজও দুলিতেছ ফুলের হাসিতে বিরহীর বাঁশিতে, আনার কলি তব, জীবন্ত সমাধির বিগলিত পাষাণে আজও প্রেম যমুনার ঢেউ ওঠে উথলি॥
Leave a Reply