যাসনে মা ফিরে যাসনে জননী
যাসনে মা ফিরে যাসনে জননী ধরি দুটি রাঙা পায়। শরণাগত দীন সন্তানে ফেলি ধরার ধূলায়॥ (মা গো) ধরি দুটি রাঙা পায়॥ (মোরা) অমর নহি মা দেবতাও নহি, শত দুখ সহি ধরণিতে রহি ; মোরা অসহায়, তাই অধিকারী মা গো, তোর করুণায় দিব্য শক্তি দিলি দেবতারে মৃত্যুবিহীন প্রাণ, তবু কেন মা গো তাহাদেরই তরে তোর এত বেশী টান! (আজও) মরেনি অসুর, মরেনি দানব, ধরণির বুকে নাচে তাণ্ডব, সংহার নাহি করি সে-অসুরে কেন যাস্ বিজয়ায়॥
(কন্ঠস্বর ধীরে ধীরে দূরে সরিয়া যাইতেছে)
Leave a Reply