আগমনি
কী দশা হয়েছে মোদের
কী দশা হয়েছে মোদের দেখ মা উমা আনন্দিনী। (তোর) বাপ হয়েছে পাষাণ গিরি মা হয়েছে পাগলিনি॥ (মা) এদেশে আর ফুল ফোটে না, গঙ্গাতে আর ঢেউ ওঠে না, (তোর) হাসি মুখ না দেখলে যে মা পোহায় না মোর নিশীথিনী॥ আর যাবি না ছেড়ে মোদের বল মা আমার কন্ঠ ধরি সুর যেন তার না থামে আর বাজালি তুই যে বাঁশরি। না পেলে তুই শিবের দেখা রইতে যদি নারিস একা (আমি) শিবকে বেঁধে রাখব মাগো হয়ে শিব-পূজারিনি॥
Leave a Reply