গঙ্গা-বন্দনা
জয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে
(জয়) বিগলিত করুণা-রূপিণী গঙ্গে। (জয়) কলুষহারিণী পতিতপাবনী নিত্যাপবিত্রা যোগী-ঋষিসঙ্গে॥ হরি-শ্রীচরণ ছুঁয়ে আপনহারা পরম প্রেমে হলে দ্রবীভূতধারা। ত্রিলোকের ত্রি-তাপ-পাপ তুমি নিলে মা নির্মলে! তোমার পবিত্র অঙ্গে॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply