শংকর-অঙ্কলীনা-যোগমায়া
শংকর-অঙ্কলীনা-যোগমায়া শংকরী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥ সজল-কাজল-বর্ণা মুক্তবেণী-অপর্ণা তিমির-বিভাবরী-স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী॥ প্রলয়-ছন্দময়ী চণ্ডী শব্দ-নূপুর-চরণা শাম্ভবী শিব-সীমন্তিনী শংকরাভরণা। অম্বিকা দুঃখহারিণী শরণাগততারিণী জগদ্ধাত্রী শান্তি-দাত্রী প্রসীদ মা ঈশানী॥
Leave a Reply