আমার মা যে গোলাপ সুন্দরী
(আমার) মা যে গোলাপ সুন্দরী। এক বৃন্তে কৃষ্ণকলি, অপরাজিতার মঞ্জরী॥ (সে) আধেক পুরুষ আধেক কৃষ্ণা নারী অর্ধ কালী অর্ধ বংশীধারী (মা) অর্ধ অঙ্গে পীতাম্বর আধেক সে দিগম্বরী॥ (সে) এক পায়ে প্রেম-কুসুম ফোটায় নূপুর-পরা সেই চরণ। (মা-র) সেই পায়ে রয় সর্প-বলয় সে পায়ে প্রলয়-মরণ। আধো ললাটে অগ্নি-তিলক জ্বলে চন্দ্রলেখা আধেক ললাট-তলে। শক্তি আর ভক্তিতে মা আছেন যুগল রূপ ধরি॥
Leave a Reply