তোর রাঙা পায়ে নে মা শ্যামা
তোর রাঙা পায়ে নে মা শ্যামা আমার প্রথম পূজার ফুল। ভজন-পূজন জানি না মা হয়তো হবে কতই ভুল॥ দাঁড়িয়ে দ্বারে ‘মা, মা’ বলে ভাসি মাগো নয়ন-জলে, ভয় হয় মা ছুঁই কেমনে মা তোর পূজার বেদিমূল। আশ্রয় মোর নাই জননী ত্রিভুবনে কোথাও হায়! দাঁড়াই মাগো কাহার কাছে তুইও যদি ঠেলিস পায়। হানে হেলা সবাই যারে তুই নাকি কোল দিস মা তারে (আমি) সেই আশাতে এসেছি মা অকূলে তুই দে মা কূল॥
Leave a Reply