মা মেয়েতে খেলব পুতুল
মা মেয়েতে খেলব পুতুল আয় মা আমার খেলা-ঘরে। (আমি) মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥ কাঙাল অবোধ করবি যারে বুকের কাছে রাখিস তারে (নইলে কে তার দুখ ভোলাবে – যারে রত্ন-মানিক দিবি না মা উচিত সে তার মাকে পাবে) (আবার) কেউ বা ভীষণ দামাল হবে (কেউ) থাকবে গৃহকোণে পড়ে॥ মৃত্যু সেথা থাকবে না মা থাকবে লুকোচুরি খেলা। রাত্রি বেলায় কাঁদিয়ে যাবে আসবে ফিরে সকাল বেলা। কাঁদিয়ে খোকায় ভয় দেখিয়ে ভয় ভুলাব আদর দিয়ে (মা) (বেশি তারে কাঁদাস না মা– মা ছেড়ে যে পালিয়ে যাবে) (সে) খেলে যখন শ্রান্ত হবে ঘুম পাড়াবি বক্ষে ধরে॥
Leave a Reply