শ্যামা নামের ভেলায় চড়ে
শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি। কাল-তরঙ্গে ভাসিয়ে অঙ্গ দেখে বেড়াই কতই রঙ্গ ; কায়ায় কায়ায় রং-বেরঙের শত মায়ার ধূলি॥ জন্মান্তর ঘাটে ঘাটে ভাসি, উঠি, ডুবি ; কেবলই মা ডাকে আমায় – ‘আয় আমারে ছুঁবি।’ (মোরে) কালস্রোতে ভাসাবার ছলে লীলা দেখান নাটমহলে, (মা) আপনি এসে খেলার শেষে বক্ষে লবে তুলি॥
Leave a Reply