যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
[গান]
সাহানা–ত্রিতাল
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে ভাঙবে সভা বসব একা রেবা নদীর তীরে॥ গীতশেষে গগন-তলে শ্রান্ত তনু পড়বে ঢলে ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গিরে॥ মোর কন্ঠের জয়ের মালা তোমার গলায় নিয়ো। ক্লান্তি আমার ভুলিয়ে দিয়ো প্রিয়, হে মোর প্রিয়। ঘুমাই যদি কাছে ডেকো হাতখানি মোর হাতে রেখো জেগে যখন খুঁজব তোমায় অকূল অশ্রুনীরে তখন এসো ফিরে॥ হরিপ্রিয়া। মোর অনুবর্তিনীরা একে একে সবে আসিল ফিরিয়া মোর কাছে। কোথায় মেঘলা-মতী? সে তো ফিরিল না? জান হে সন্ধান তাহার? তারই শুধু হল নাকি শিব দর্শন? কে তুমি তরুণ? মল্লার। চরণে প্রণাম লহো দেবী হরপ্রিয়া! আমি মেঘমল্লার তব কিংকর। মেঘলা-মতীরে লয়ে আমি গিয়াছিনু যোগীন্দ্র শিবের সন্ধানে। সরযূর তীরে। হেরিয়া শ্রীরামচন্দ্রে ছদ্মবেশি শিবে, মেঘবর্ণা তব সহচরী আর ফিরিল না। রামদাসী মল্লার-রূপে নব জন্ম, নব দেব লয়ে নব দূর্বাদলশ্যাম-রামের অর্চনা করিছে যে অযোধ্যায়, ভারতে, ধরায়। আজও মোর মনে পড়ে – তার সেই সকরুণ গান।
Leave a Reply