নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
[গান]
নীলাম্বরী-ত্রিতাল
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়? যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥ কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে, চমকায় উন্মন চম্পা বনকে, দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়॥ অঙ্গের ছন্দে পলাশ-মাধবী আশোক ফোটে, নূপুর শুনি বন-তুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে। মেঘ-বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এল বুঝি পথ ভুলি। তাহারই অঙ্গ তরঙ্গ-বিভঙ্গে কূলে কূলে নদীজল উথলায়॥ হরপ্রিয়া। সাহানা! পাগলিনি-প্রায় কোথা হতে এলি? সাহানা। হরপ্রিয়া! কুমার কিশোর রূপ দেখেছ শিবের? রেবা-নদী-তীরে আমি দেখিয়াছি। সে কি স্বপ্ন? সে কি ভুল? হোক ভুল। সেই ভুল ফুল হয়ে ফুটিয়াছে মনে। সুগন্ধে ভরপুর সারা অন্তর। হরপ্রিয়া। কোথায়, কী হেরিলি সাহানা? সাহানা। হেরিনু স্বপনে – না, না, স্বপ্ন নয় দিব্য আঁখি পেয়ে আমি হেরিয়াছি– নিবিড় অরণ্যে এক সুরম্য প্রাসাদে আমি যেন গাহিতেছি গান। সহসা দুয়ারে, আসিল তরুণ শিব ভিখারির বেশে। কী যেন চাহিল ভিক্ষা। তখনও সুরের ঘোর কাটেনি আমার। কী বলিয়া দিয়াছিনু তাহারে বিদায় – শুনিবে সে গান?
Leave a Reply