মুরলী-ধ্বনি শুনি ব্রজনারী
[গান]
সৈন্ধবী–সাদ্রা
মুরলী-ধ্বনি শুনি ব্রজনারী যমুনা-তটে আসিল ছুটে কুল-মান-যৌবন দিল চরণে ডারি॥ পবন গতিহীন রহে, যমুনা উজান বহে, বাঁশরি শুনি বিসরে গীত ময়ূর-ময়ূরী শুকশারি॥ সচকিত ধেনুগণ তৃণ নাহি পরশে ; পুবালি-হাওয়া কানন-পথে নীপ-কেশর বরষে। বেভুল আহিরিনি চেয়ে থাকে উদাসিনী, বাঁশরি শুনি বিসরি গেল নিতে গাগরিতে বারি॥ হরপ্রিয়া। সাবন্তী! তাপদগ্ধ শ্রান্ত তনুলতা নিদারুণ তৃষ্ণা লয়ে কোথা হতে এলি? কঠোর তপস্বী মহাযোগী শিব শংকর কি কহিলেন তোরে? সাবন্তী। বিস্ময়-বিমূঢ়া আমি; দেবী হরপ্রিয়া! হিমগিরি শিরে তোমারে দেখিয়া এনু বালিকার বেশে, তপস্বিনী উমা-রূপে। শংকর সেথা উমাপতি-রূপে করিছেন লীলা। কৈলাসে পার্বতী তুমি শিব-সোহাগিনি। হিমালয়ে উমা তুমি শিব-বিরহিণী তপস্বিনী মহাভাবে নিমগ্না! উমার তপস্যা-তেজে ধরা দগ্ধপ্রায়, তৃষ্ণায় কাতর জড়জীব।
Leave a Reply