৭ বেদেনীদের গান) দরবারী কানাড়ী-কাওয়ালি মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঘোরে ঝিমায় পবন। গুনগুনিয়ে ভ্রমর এল ওলো ভুল ক'রে তোর ভোলালো মন॥ আউরে গেছে মুখখানি লো পরল বাতাস ফুলের আঁচল, চাঁদের লোভে এলো চকোর ও তুই মেঘের ঢাকিস্নে লো নয়ন॥ কেশের কাঁটা বিঁধে পাখায় রাখাল বেঁধে ঝুলন শাখায়, মউ টুসি মউ হিয়ার মিশায় ও তুই কত যে মোর নিকট আপন॥
পূর্ববর্তী:
« মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী
« মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী
পরবর্তী:
মহুয়া ফুলের মদির বাসে »
মহুয়া ফুলের মদির বাসে »
Leave a Reply