৬ (মহুয়ার গান) ফণীর ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয় মণি নিতে ডরে না কে ফণীর বিষ-জ্বালায়॥ করেছে মেঘ উজালা বজ্র মানিক মালা, সে মালা নেবে কি কালা, মরিয়া অশনি যায়॥
পূর্ববর্তী:
« প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
« প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
পরবর্তী:
ফাগুন-রাতের ফুলের নেশায় »
ফাগুন-রাতের ফুলের নেশায় »
Leave a Reply