৩ (মহুয়ার গান) ভৈরবী-পিলু-কার্ফা বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী। সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী॥ সে কাঁদন শুনি' হের নামিল নভেল, এল পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী॥ আমার প্রাণের ভাষা শিখে ডাকে পাখি, 'পিউ কাহাঁ', খোঁজে তোমায় মেঘে মেঘে আঁখি মোর সৌদামিনী॥
পূর্ববর্তী:
« বঁধু জাগাইল এ কোন পরম সুন্দরের তৃষা
« বঁধু জাগাইল এ কোন পরম সুন্দরের তৃষা
পরবর্তী:
বকুল-চাঁপার বনে কে মোর »
বকুল-চাঁপার বনে কে মোর »
Leave a Reply