১ (বেদে ও বেদেনীদের গান) কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো। খোঁপা খুলে কেশ হ'ল বাউল লো॥ পথে কে বাজালো মোহন বাঁশি ঘরে ফিরে যেতে হ'ল ভুল লো। কে নিল কেড়ে তোর পৈঁচি চুড়ি বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল লো॥ ও সে বুনো পাগল পথে বাজায় মাদল, পায়ে ঝড়ের নাচন শিরে চাঁচর চুল লো॥ দিল নাকেতে নাক্ছাবি বাব্লা ফুলি কুঁচের চুড়ি আর ঝুমকো ফুল দুল্ লো। নিয়ে লাজ দুকূল দিল ঘাঘরি সে আমায় গাগরী ভাসাল জলে বাতুল লো॥
পূর্ববর্তী:
« কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
« কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
পরবর্তী:
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি »
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি »
Leave a Reply