অঘটন ঘটনপটিয়সী
উম্মে মুসলিমা
জলবায়ু বিশারদেরা নারীবাদী না কি ঘোর পিতৃতান্ত্রিক
ঠিক মালুম হচ্ছে না। তবে মাঝামাঝি যে নয় তা নিশ্চিত
ক্যাটরিনা, নার্গিস, আইলা, লায়লা, আগাথা নামে
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের নাম যাঁরা রাখেন তাঁরা
নারীবাদী হলে ভাবেন নারী আর কতকাল এমনধারা
পড়ে পড়ে মার খাবে, এবার মার দিক।
নারীর কী শক্তি এখন বোঝ্।
‘মা’ ‘মা’ ডেকে হাত জোড় করে মুখে গ্যাজা তোল্।
ওদিকে পুরুষবাদীরা আবার ইতিহাস-পুরাণের ভারি ভক্ত
তাবড় তাবড় অশান্তির মূলে খুঁজে পান নারীর কারণ
তা ছাড়া প্রকৃতিও তো নারী বটে!
দুর্যোগের নামগুলোও নারীবাচক হলে খাপে খাপ।
আবার এ মাসে আমেরিকায় আইরিন
ক্ষোভ পুষে রাখতে রাখতে অনন্যোপায় হয়ে
যদি এবার বে অব বেঙ্গলের ওপর দিয়ে
হা রে রে রে করে ধেয়ে আসে নাসরিন?
দেশ ডুবলে দেবালয় কি রক্ষা পাবে?
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৭, ২০১১
Leave a Reply