http://www.youtube.com/watch?v=4ajsrDV_du4
সেদিনও আকাশে ছিলো চাঁদ
হৃদয়ের বন্ধরে ছিলে তুমি
আজ আমার আকাশে একরাশ কালো মেঘ
হৃদয়টা ধূ ধূ মরুভূমি
হায় প্রেম কেনো আসে
এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে
বিদায়ী জোছনায় বসে থাকা
স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা
স্মৃতিগুলো তুমি মুছে নিলে
এক নিমিষে
নিঃশব্দ আর্তনাদ হয়ে
পরে আছি একা আমি
বেদনার বৃষ্টি ঝড়ে মনের গভীরে
জানতে পারবে না কভু তুমি
—————
আশিকুজ্জামান টুলু
ব্যাণ্ড- আর্ক
এলবাম- মুক্তিযুদ্ধ (১৯৯১)
Leave a Reply