কখনো মন প্রজাপতি দোলায় শুধু পাখা,
কখনো মন রামধনুতে সাতটি রঙে আঁকা।।
সেই কথাটি জানো কিগো বল না
আমি যে এক মায়ামৃগ এইতো আমার ছলনা।।
ধরা ছোয়ার বাইরে আমার পালিয়ে শুধু থাকা–
একটু শুধু খুশী আর একটু শুধু নেশা
হারিয়ে যাওয়ার সুরে শুধু এখন আমার মেশা।
পলাশের স্বপ্ন সুরে জাগে মরমে–
কত রঙের ছোয়া লাগে তাইতো মরি শরমে।।
আমিই জানি আপনারে লুকিয়ে কেন রাখা
.
কথা – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
ছবি – সূর্য্যতপা
Leave a Reply