আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া
হইলাম যাযাবর
আপন করে চাইলাম যারে
সে-ই তো হইলো পর
সুখের প্রদীপ জ্বালতে গিয়ে
ভাসলাম আমি দুঃখে
পাথর চাপা ব্যথা আমার
হায়রে জমা বুকে
না পাওয়ার বেদনাতে
ভরা যে অন্তর
মানুষ নামের মানুষ দেখি
মনের মানুষ নাই
সেই মানুষরে খুঁজি আমি
বলো কোথায় পাই
আশায় আশায় রইলাম আমি
সারাজীবন ভর
***
শিল্পী – মনি কিশোর
কথা ও সুর – মিল্টন খন্দকার
Leave a Reply