এসেছি আমি এসেছি
দূর থেকে বহু দূরে
পথে পথে ঘুরে ঘুরে
এসেছি আমি এসেছি।।
কী আনন্দ এই বসন্ত
আজ তোমারই এ কুঞ্জের পারে,
তুমি দাও সাড়া দাও
এসে নাও ডেকে নাও–
কেন বসে আছ বন্ধ দ্বারে।।
পর পর মালা পর
সাজো আমারই এ পুষ্প হারে।
চেয়ে দেখ দিগন্ত জুড়ে
কতো পাখী যায় উড়ে,
ঘুরে ঘুরে বহু দূরে
ওরা ডাকে তোমারে আমারে।।
আমি খুশীর দুরন্ত ঝড়ে
ছুটে আসি এ আসরে,
মন ভরে–আলো করে,
বাঁধ ভাঙ্গা প্রাণেরি জোয়ারে।।
—
সুরকার- সুধীন দাসগুপ্ত
চলচ্চিত্র- হার মানা হার
Leave a Reply